প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলাধীন ১নং লোগাং ইউনিয়নে এক বৈশিষ্ট্য মন্ডিত পরিবেশে ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয় লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়। এখানে রয়েছে বিভিন্ন জাতিগোষ্ঠী ও ধর্ম বর্ণের শিক্ষার্থীর অপূর্ব সম্প্রীতির সম্মিলনে মিলন ছাত্র । শিক্ষাই মানুষকে ইতিবাচক দিক পরিবর্তন করে, যদি গ্রহীতার ভক্তি, শ্রদ্ধা, আগ্রহ থাকে। এ এলাকার স্বপ্নচারি মানুষ যখন মানসম্মত ও উন্নত পরিবেশে নিজ সম্মানের লেখাপড়া নিয়ে চিন্তিত, ঠিক তখনই আলোক বর্তিকা হয়ে উঠে দাঁড়িয়েছে এ বিদ্যাপিঠ।
প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে একজন মানুষের প্রয়োজন যুগোপযোগী শিক্ষা এবং নিজেকে ‘‘পরিপূর্ণ মানুষ’’ হিসেবে তৈরি করা। শুধু পরিমাপগত শিক্ষা নয় বরং গুণগত শিক্ষা নিয়ে কোমলমতি শিক্ষার্থীরা দেশের স্বনামধন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়ে এ বিদ্যাপীঠের সাফল্যকে করছে সর্বজনবিদিত। যারা এ বিদ্যালয়কে প্রতিস্থালগ্নে আর্থিক, মানসিক ও বিভিন্নভাবে চমৎকার করে সহযোগিতা করেছেন শিক্ষক-মন্ডলীসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। পরিশেষে অত্র বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য প্রত্যাশা করছি।
(প্রধান শিক্ষক)
মিহির চাকমা
লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়
পানছড়ি, খাগড়াছড়ি পার্বত্য জেলা।